• [english_date] , [bangla_date] , [hijri_date]

জেলা যুবদলের প্রতি মহির উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

Sonaly Sylhet
প্রকাশিত September 25, 2024
জেলা যুবদলের প্রতি মহির উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

সোনালী ডেস্ক🖊

সিলেট সদর উপজেলার টুকেরাবজার ইউনিয়নের চাতলীবন্দ গ্রামের বাসিন্দা যুব নেতা মো: মহির উদ্দিনকে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সস্পাদক নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়েছেন মহির উদ্দিন।

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ- এর প্রতি।

মো: মহির উদ্দিন এক বিবৃতিতে বলেন, দলের দুঃসময়ে রাজপথে আন্দোনে সক্রিয় ছিলাম। যার জন্য দলের শীর্ষ নেতারা আমাদের মুল্যায়ন করেছেন। আগামীতে একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও রাজ পথে থাকবো।

এদিকে, সিলেট জেলা যুবদলের সহ—সাধারণ সম্পাদক হওয়ায় মোঃ মহির উদ্দিনকে সদর উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।-বিজ্ঞপ্তি