• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট অঞ্চলের সেরা কলেজ শিক্ষক মনোনীত নিজাম উদ্দিন তরফদার

Sonaly Sylhet
প্রকাশিত September 24, 2024
সিলেট অঞ্চলের সেরা কলেজ শিক্ষক মনোনীত নিজাম উদ্দিন তরফদার

এম ইজাজুল হক ইজাজ

সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান মোমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার সিলেট অঞ্চলের সেরা কলেজ শিক্ষক মনোনীত হয়েছেন।

রবিবার গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: নুর এ আলম স্বাক্ষরিত স্মারকে নিজাম উদ্দিন তরফদারকে সেরা কলেজ শিক্ষক মনোনীত করা হয়।

উল্লেখ্য ২০০০ সালে দক্ষিণ সুরমার প্রথম মহিলা কলেজ হিসেবে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে নিজাম উদ্দিন তরফদার অধ্যক্ষের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন। তার মেধা যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতায় নুরজাহান মহিলা তিগ্রী কলেজ আজকের এই অবস্থানে পৌছতে পেরেছে। আগামীর সফলতায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।