সোনালী ডেস্ক🖊
কদিন ধরেই আলোচনা চলছে সাকিবের পারফর্ম্যান্স নিয়ে। এবার চেন্নাই টেস্টে ব্যাটে-বলে বিবর্ণ থাকার পর আলোচনা জোড়ালো হয়েছে। এমনকি ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের প্প্র সংবাদ সম্মেলনেও টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে সাকিবের জায়গা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
তবে এমন প্রশ্নকে সাহসী হিসেবেই আখ্যা দিয়েছেন দিয়েছেন শান্ত। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সাকিবকে খেলাতে তাঁর আপত্তি নেই। টাইগারদের অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে সত্যি কথা বলতে, আমি যে জিনিসটা দেখি, সাকিব ভাই বলে বলছি না, আমি যেটা দেখি, সে কতটুকু কষ্ট করছে। ফেরার করার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করছে কিনা? দলের প্রতি তাঁর নিবেদন ইনটেনশনগুলো কি রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি।’
দলের সবাইকে নিয়ে এভাবেই ভাবেন জানিয়ে শান্ত আরও বলেন, ‘এক নাহিদ রানা থেকে শুরু করে মুশফিকুর রহিম ভাই পর্যন্ত এই জিনিসটা (দলের প্রতি নিবেদন) দেখার চেষ্টা করি। রান করছে বা রান করছে না, এটার চেয়ে তার প্রস্তুতি অথবা দলের প্রতি চিন্তা ভাবনা কেমন-এগুলো গুরুত্বপূর্ণ মনে করি। সে দলকে ভালোবেসে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কি না? দলে ১৫-১৬ খেলোয়াড় আছে তাদের প্রস্তুতি ও আত্মনিবেদন দেখে আমি সন্তুষ্ট।’
এদিকে সাকিবের চোখের সমস্যা, আঙুলের চোট এসব নিয়েও কদিন ধরেই আলোচনা হচ্ছে। এসব নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শান্তকে। তবে ব্যক্তি নয়, শান্ত দলীয় ব্যাপারেই বেশি গুরুত্ব দিয়েছেন।
সাকিবের আনগুলের চোট নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচিয়েছেন। বল লেগেছিল, ওখানে ব্লিডিংও হয়েছিল। যে কারণে টেপ প্যাঁচানো। আমি কখনো নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা দলীয় খেলা। পুরা দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম, ভালো কিছু হতো। তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই।’