• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেটে ১৫০ বোতল ফেন্সিডিলের চালান উদ্ধার, নারী গ্রেফতার

Sonaly Sylhet
প্রকাশিত September 20, 2024
সিলেটে ১৫০ বোতল ফেন্সিডিলের চালান উদ্ধার, নারী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি🖊

সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।

মাদকদ্রব্যের চালান গুলি সোর্স দ্বারা পরিচালিত হয়ে থাকে যখন লেনদেনের সমস্যা হয় তখন চালান গুলি দরা পরে বিগত দিনে চালান গুলি তেমন একটা দরা পড়তে দেখা যায়নি এখন ভাট ভাটোয়ারা নিয়ে দ্বন্ধ চলছে এ জন্য চালান গুলি দরা পড়ছে ।

সিলেটের গোয়াইঘাট ছাড়া ও জৈন্তাপুর শিবের বাজার জাফলং সহ ভিনিন্ন এলাকা দিয়ে ফেন্সিডিলের চালান গুলি এসে শহরের ভিবিন্ন জায়গায় ডিলাররা পৌঁছে দেয় ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তোয়াকুল ফুলতৈল গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত মিনারা বেগম সিলেটের গোয়াইনঘাটের ফুলতৈল গ্রামের শানুর মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে ওই মাদক রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়।

এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ মাদক ১জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকার স্থানীয় জনগণ সুদৃষ্টি দিলে অচিরেই চোরা কারবারিরা মাদক ব্যবসা বন্দ করতে বাদ্ধ হবে, এলাকার যুব সমাজ ঐক্যবদ্ধ হতে পারে না সেখানে রাজনৈতিক শক্তি কাজ করে ।