এজাজুল হক এজাজ🖊
সিলেট নগরীর ৩৬ ওয়ার্ড জোনাকি আবাসিক এলাকায় প্রকাশ্যে টিলা কাটার মহা উৎসব চলছে দেখার কেউ নেই প্রশাসন নীরব ।
প্রতিদিন ট্রাক দিয়ে মাটি গুলি কোথায় যায় কেউ জানে না স্থানীয় লোকজন বলছেন মাটি গুলি সিটি কর্পোরেশন কেটে নিচ্ছে সত্যি কি তাই ।
আমাদের সোনালী সিলেট প্রতিনিধির ভিডিও চিত্রে উঠে এসেছে আসল রহস্য, একজন গাড়ির ড্রাইভার কে জিজ্ঞাসা বাদে তিনি বলেন সিটি কপোরেশন এর অনুমতিতে আলমপুর পাসপোর্ট অফিসে ওরা মাটি ফেলে আসে ।
আসলেই কি মাটি পাসপোর্ট অফিসের জন্য যাচ্ছে নাকি অন্য কোথায় পাচার হচ্ছে , বালুচর নতুন বাজার হয়ে মানুষের চলাচলের যে রাস্তা জোনাকি আবাসিক এলাকা হয়ে ভিতরে প্রবেশ করেছে সেই রাস্তার বেহাল দশা ।
বর্তমানে টিলা কেটে যে রাস্তা ও সমতল ভূমি তৈরী করা হচ্ছে অচিরেই এখানে আবাসিক এলাকা ও প্লট তৈরী করে বিক্রি করা হবে বলে সূত্রে জানা গেছে ।
পরিবেশ অধিদপ্তর যদি এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারে তা হলে ভবিৎষতে পরিবেশ মারাক্তক হুমকির মুখে পড়বে বলে একজন পরিবেশ বিজ্ঞানী জানিয়েছেন ।
সিলেট শহরের অনেক জায়গায় টিলা কাটা হচ্ছে এক শ্রেণীর টিলা কেখোরা তাদের সামান্য লাভের জন্য সমস্ত সিলেট শহরের টিলা গুলকে কেটে সমতল করছে ।