নিজস্ব প্রতিবেদন🖊
মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী যুগ্নসচিব প্রধান নির্বাহী কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন ।
(সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী দৈনিক সোনালী সিলেট কে আজ এক সাক্ষাতে জানিয়েছেন ।
নগর ভবনের স্বাবাবিক নিয়মে কাজ কর্ম আগের মতোই চলছে, সরকার প্রশাসক নিয়োগ দিয়েছেন সে অনুযায়ী প্রশাসকের মাধ্যমে আমরা বাকি কাজ গুলি করবো যাতে জনগণ কোন অসুবিসা সম্মুখীন না হন ।
আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে ৫/৬ টি ওয়ার্ডে সমস্যা ছিল সেটি অচিরেই সমাধান হয়ে যাবে। ৬ থেকে ৭ জন কাউন্সিলর ছাড়া অন্য সবাই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রত্যেক কাউন্সিলররা নিয়মিত অফিস করতে হবে কোন বাদ্যবাদকতা নেই ।
সকল কাউন্সিলরদের জন্য আলাদা কক্ষ রয়েছে সেখানে উনারা এসে বসেন এবং উনাদের কাজকর্ম করেন অনেকে কাজকর্ম শেষ করে চলে যান । তিনি বলেন ৫-ই আগষ্টের ঘটনায় কয়েকটি ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ আসতে না পারলে মুটো ফোনে আমাদের সাথে যোগাযোগ করছেন ।
এবং কেউ কেউ নিজের বাসায় থেকে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন । তবে এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি অতি সিগ্রি আমাদের প্রশাসন সহ জরুরী বৈঠক করে প্রজ্ঞাপন জারি করে পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে ।