নিজস্ব প্রতিবেদক🖊
সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে উদ্দ্যেশ্য করে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে (১৪ মে ২০২৪ মঙ্গলবার) সেদিন তিনি বলেছিলেন যারা আছেন তারা থাকবেন না, দলের দূর্দিনে তারা ঠিকই চলে যাবেন আমাদের ডুয়েল সিটিজেনশীপ নেই, দলের দুর্দিনে আমরাই দেশে থাকবো।
উনাদের ভাবভঙ্গি এমন আমরা মনে হয় পরগাছা হয়ে গেছি অনেক কিছু দেখেছি এই সিলেট শহরে ছাত্র থেকে রাজনীতি করে আজ এই শহরের জেলা সেক্রেটারী ও জেলা পরিষদের চেয়াম্যান হয়েছি কারো দয়ায় নয়
হ্যা দলের দূর্দিনে আনোয়ারুজ্জামান চৌধুরী ঠিকই লন্ডনে চলে গেছেন। আর তার বন্ধু হাবিবুর রহমানও লন্ডনে চলে গেছেন, এমন গুঞ্জনই শুনা যাচ্ছে চারিদিকে ।