জেলা প্রতিনিধি🖊
সিলেটে অবৈধ ভাবে চলছে ইলেকট্রিক মোটর চালিত অটো রিক্সা ।এদের না আছে লাইসেন্স না আছে কোন ধরণের অনুমোধন এতো স্প্রিডে রিক্সা গুলি নগরীর ভিতরে চলছে দেখার কেউ নেই ।
যার যেমন খুশি তেমনি চালিয়ে যাচ্ছে গত কাল নগরীর ওসমানী মেডিকেল রোড সংলগ্ন এলাকায় অতিরিক্ত মাল বহনকারী একটি অটো রিক্সা আরেকটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে যদি ও কেউ হতাহত হয়নি , এতো বেপরওয়া চলাচল করে এই ব্যাটারি চালিত অটো রিক্সা গুলি যেন দেখার কেউ নেই মাননীয় জেলা প্রশাসকের মহোদ্বয়ের দৃষ্টি অতি জরুরী এদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হউক ।
নগরবাসী এদের যন্ত্রনায় অতিষ্ট একে তো ব্যাটারী চার্জিং এ বিদ্যুতের অপচয় হচ্ছে অন্য দিখে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারী চার্জ করা হচ্ছে
বহুদিন থেকে নগরীর ভিবিন্ন অলি গলি দিয়ে চোরাই পথে রিক্সা গুলি চলাচল করছে এমন কি সিলেট এস, এম, পির, সামনের রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেই ।
সিলেট নগরীর বাহিরে এমন কোন জায়গা নাই যেখানে ব্যাটারী চালিত নাই । অসংখ্য অবৈধ রিক্সা চলছে বাহিরে যেখানে সরকারের কোন অনুমোধন নাই অনুমোধন বিহীন চলছে ।