অনলাইন ডেস্ক🖊
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে যৌথ অভিযান পরিচালিত হবে আগামীকাল বুধবার রাত বারোটার পর থেকে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) সাংবাদিকদের এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমান্তে আমাদের কিছু সমস্যা রয়েছে সেগুলোর সমাধানের চেষ্টা চলছে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সভাপতি করে ১২ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।