নিজস্ব প্রতিনিধি🖊
নগরীর টুলটিকর গাজী বোরহান উদ্দিন রোডে রাস্তা নির্মাণে অনিয়ম, ক্ষোভে এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ আগস্ট দুপুরে টুলটিকর মসজিদের সামনে মেইন রোডে এলাকার সহ¯্রাধিক বিক্ষুব্ধ জনতা ও হাজী শফিক হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন। বিশিষ্ট সমাজসেবী হাজী জুনেদ আহমদ এর সভাপতিত্বে এবং ময়নুল হক স্বাধীন এর পরিচালনায় বক্তব্য রাখেন, হাজী কয়েস আহমদ , কাবুল আহমদ, নুরুল ইসলাম ভূইয়া,আব্দুল মুকিত, মোস্তাকিম আহমদ, কয়েছ আহমদ সাগর, জব্বার আহমদ, আব্দুল করিম, সাহেদ আহমদ, লাভলুƒ আহমদ, লাল খান, ছালিক আহমদ প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসী
মানববন্ধনে বক্তারা বলেন নগরীর টিলাগড় হতে কুশিঘাট হয়ে বাইপাস পর্যন্ত তামাবিল রোডের সাথে সংযুক্ত অত্যান্ত গুরুত্বপৃর্ণ প্রধান সড়ক যাহা বুরহান উদ্দিনর(রঃ) রোড নামে পরিচিতি। বৃহত্তর এই এলাকায় জনসাধারণের ভোগান্তি। ১০ মাস পৃর্বে সড়কের এই রাস্তার প্রশস্তকরণের আশ্বাস দিয়ে শুরু হয়। একটি মহলের বিশেষ উদ্দেশ্যে হাসিলের জন্য শুরু থেকে নির্মাণ কাজে ধীরগতি ও অনিয়ম পরিলক্ষিত হয়। নির্ধারিত নিয়মে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার পরিপেক্ষিতে এলাকাবাসী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক আহমদ এর বরাবর স্বারক প্রদান করা হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী স্বারক প্রদানকারীদের আশস্থ করেন এক সপ্তাহের মধ্যে ঠিকাদার কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন এবং কাজ শুরু না করলে ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে।