সূত্রে পাওয়া🖊
কুমিল্লার সদর উপজেলার চাঁনপুর এলাকার চিত্র এটি এখানে ২০টি পরিবার বসবাস করে প্রায় ২ থেকে ২৫০ মানুষ বাস করেন। আশেপাশে অনেক গ্রাম রয়েছে যেখানে উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ করছেন ।
পানি বন্ধি রয়েছে বহু পরিবার এতোই পানি হয়েছে কোন জিনিস পত্র উদ্ধার করার উপায় ছিল না সাঁতরিয়ে পার হয়েছেন অনেক বানবাসী মানুষজন ।
ঘরের ভিতরে গলা সমান পানি কুমিল্লা গোমতী নদীর পানি বিপদ সীমার উপরে অতিক্রম করেছে এর আশেপাশের প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ পানিবন্দি রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ।
অনুমান করা হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের কারণে হটাৎ করে পানি দ্রুত বেড়ে গিয়ে আশেপাশে প্রতিটি গ্রামে পানি ডুকে পড়েছে ।
আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন প্রায় চল্লিশ বছরে এই রখম পানি দেখেননি আগে কখনো, যদি ও কয়েক দফা বন্যা কবলিত হয়েছে এই অঞ্চল গুলি ।
আশ্রয় শিবির ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন সকল ধর্মের মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা সেই সাথে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যরা অতি দ্রুত বানবাসী মানুষদের কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে ।