প্রেস বার্তা🖋
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভাগীয় প্রেসক্লাব, সিলেট ।
নতুন সরকারের শপথ গ্রহণের পর এক বিবৃতিতে এ অভিনন্দন জানান বিভাগীয় প্রেসক্লাব সিলেট এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোস্তাক চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ উসমানী।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে উল্লেখ করেন আমরা আশা করি সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করার পরিবেশ নিশ্চিত করা
হবে, এবং দেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত জনজীবনে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে সাধারণ মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরন হবে বলে আশাপ্রকাশ করেন।