• [english_date] , [bangla_date] , [hijri_date]

নতুন চমক আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

Sonaly Sylhet
প্রকাশিত August 16, 2024
নতুন চমক আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

সোনালী ডেস্ক🖊

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ ঘোষণা দেন।

তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরমেটে চমক নিয়ে হাজির হবে। আমরা এখনই কোনো দল গঠনের কথা ভাবছি না। রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হন ছয়জন। ৫ আগস্ট পর্যন্ত এ আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরও ২৬ জনের মরদেহ, যা নিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৬৮,

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এরপর শুক্রবার এ সরকারের পরিধি বাড়ানো হয়। নতুন করে যুক্ত হন আরও চার উপদেষ্টা। ফলে সব মিলিয়ে এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।