• [english_date] , [bangla_date] , [hijri_date]

থাকসিনকন্যা পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থী

Sonaly Sylhet
প্রকাশিত August 16, 2024
থাকসিনকন্যা পেতংতার্ন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থী

অনলাইন ডেস্ক🖊

ব্যাংকক, ১৬ আগস্ট – থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছে দেশটির ফেউ থাই পার্টি। ৩৭ বয়সী পেতংতার্ন দেশটির সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।

গতকাল বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্নের নাম ঘোষণা দেন। আজ শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।

গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। এর পরদিনই ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল। থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। জোটটির সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।