অনলাইন ডেস্ক🖊
দেশের প্রতিটি জেলায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্বে কাজ করছে সেটা প্রশংসনীয় সবাই তাদের কে সাধুবাদ জানিয়েছে এই ক্লান্তিলগ্নে তারা যে কাজ করে যাচ্ছে সত্যিই প্রশংসা করছে দেশের জনগণ।
সাধারণ জনগণ ততা ব্যবসায়ী পথচারী এমন কেউ নেই যে তাদের প্রশংসা করেনি এমনকি পানি কোল্ড ড্রিংক কেক বিস্কিট বিরিয়ানির প্যাকেট নিয়ে তাদেরক আপ্পায়ন করিয়েছেন ।
দায়িত্বরত অনেক শিক্ষার্থী বলেছেন ট্রাফিক এর কাজ আসলেই খুব কষ্ট কর আমরা কাজ করে বুজতে পেরেছি প্রচন্ড রোদ্রের মধ্যে দাঁড়িয়ে সিগন্যাল দেওয়া চালকদের কে নিয়ন্ত্রণ করা তাদের কে বুজিয়ে বলা ।
সবই ঠিক আছে ওরা যে মহত্বের পরিচয় দেখিয়েছে সেটা দেশবাসী ভুলার নয় কিন্তু অবাক হওয়ার বিষয় কিছু মেয়েরা অতি উৎসাহিত হয়ে রাস্তায় নেমে প্রকৃত ছাত্রীদের কাজের মূল্যায়ন কে বিসর্জিত করেছে ।
সত্যিকার অর্থে যে ছাত্রী গুলো রাস্তায় কাজ করছে তাদের বয়স খুবি অল্প ক্লাস এইট নাইনে পড়ে এই মেয়ে গুলো ওদের কাজ দেখে সকলেই প্রশংসা করেছেন ।
এদের মধ্যে অতি উৎসাহিতরা কেউ আছে টিকটক নিয়ে কেউ মডেলিং নিয়ে আবার কেউ শাড়ী ঠিক করতে করতে সময় পার করছে ।