সোনালী ডেস্ক🖊
নগরীর কুমারপাড়ার সিলমাউন্ট জেনারেল হাসপাতাল”সাবেক মামনি হাসপাতাল” পক্ষ থেকে সিলেটের ট্রাফিক কন্ট্রোলিং এর দায়িত্বে থাকা ছাত্রদেরকে খাবার বিতরণ করা হচ্ছে। নগরীর প্রত্যেকটি জায়গায় সিলেটের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করছেন ।
এবং দেখা যাচ্ছে মোটর সাইকেল চালকদের কে থামিয়ে ছাত্ররা বলছে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে যে কোন সময় একসিডেন্ট হতে পারে তাই হেলমেট ব্যবহার করুন প্লিজ ট্রাফিক পুলিশের চেয়ে ও সুন্দর ব্যবহার করছে তারা ।
জ্যামে থাকা চৌহাট্টা এলাকায় একজন গাড়ী
চালক বলেন এতো ছোট ছোট ছেলেরা আমাদেরকে নিয়ম অনুযায়ী লাইনে গাড়ী দাঁড় করিয়ে শৃখল মেনে চলার অনুরোধ করছে ।
সত্যিকার অর্থে লজ্জা লাগে ওদের কথা শুনে যদি ট্রাফিক পুলিশ এভাবে মানুষ কে বুজাতো
তাহলে নগরীর রাস্তা জ্যাম থাকতো না ।
ছাত্ররা যে ভাবে নগরী পরিষ্কারের কাজ হাতে নিয়েছে অচিরেই সুন্দর একটি নগরে রূপান্তরিত হতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না । ওদের পাশে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্টান এসে তাদের কে সাহায্যের হাত বেরিয়ে দিয়েছে ।
যার প্রমান কুমারপাড়ার সিলমাউন্ট জেনারেল হাসপাতাল সাবেক মামনি হাসপাতাল সহ অনেক অঙ্গ প্রতিষ্টান ছাত্রদের উৎসাহিত করছে ।