ডেস্ক প্রতিবেদন 🖊
সিলেট নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা সারা দেশের ট্রাফিকের দায়িত্বে নিয়েজিত এবং শহর পরিস্কারের কাজ ও করছেন তারা ।
প্রত্যেক পয়েন্টে পয়েন্ট করা রোদ্র উপেক্ষা করে নিষ্টার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের শিক্ষার্থীরা।
প্রতক্ষদর্শীরা বলছেন দেশ তাদের হাতেই নিরাপদ এতো সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে সেটা না দেখলে বোজা মুশকিল ।
মোটর গাড়ি রিক্সা ভ্যান ও বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের বুজিয়ে বলছেন হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো নিরাপদ নয় ।
জরুরী সেবাদানকারী যে সকল যানবাহন রাস্তায় চলাচল করেছে সে গুলিকে দ্রুত চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে শিক্ষার্থীরা ।
এদিকে সাধারণ জনগণ চকলেট ও কোমল পানীয় নিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে দৃশ্য গুলি চমৎকার পথচারী ও যানবাহন পারাপারে যথেষ্ট ভূমিকা পালন করছে শিক্ষার্থীরা ।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন এদেশের রাজনৈতিক দল গুলোর উপর মানুষের আস্থা উঠে গেছে কেউ এখন কোন রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারছে না ।
উদাহরণ স্বরূপ তিনি বলেন যেমন পুরাতন একটি গাড়ির রং বদলিয়ে রাস্তায় নামালেন কিন্তু সেই গাড়ির ইঞ্জিন তো সেই আগের মতোই রয়ে গেলো তাতে লাভ কি হলো যেই লাউ সেই কদু ।
এজন্যই মানুষের পূর্ণ আস্থা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর । যাই হউক এই মুহূর্তে মানুষের মাঝে কিছুটা হলে ও আস্থা ফিরে এসেছে দেখা যাক সামনে কি হয় ।