• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

Sonaly Sylhet
প্রকাশিত August 4, 2024
ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

অনলাইন ডেস্ক 🖊

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা ক্ষমাহীন অপরাধ। কোনো রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমি দেশের সুশীল সমাজ, সব পেশাজীবী এবং সর্বস্তরের জনগণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান আহ্বান জানাচ্ছি।

বি. চৌধুরী রাজধানী ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।

উল্লেখ্য, সাবেক এই রাষ্ট্রপতি ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে আন্দোলনের সূচনা করেছে তা ১৬ জুলাই থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহের জন্ম দিয়েছে, যা এখনো বিরাজমান। গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান।

বি. চৌধুরী বলেন, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে, শত শত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণকে হত্যা করেছে। এমনকি ছোট শিশুরাও এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নির্যাতন এখনো চলমান।

তিনি বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ। জাতিকে রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে রাজনীতি, দল, সরকার অথবা ক্ষমতা কোনো কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়।

তিনি বলেন, একজন চিকিৎসক হিসাবে দেশের সব চিকিৎসককে সর্বপ্রকার চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। যে কোনো মূল্যে এবং যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের সন্তানদের বাঁচাতে হবে। আমি আবারও সরকারকে মনে করিয়ে দিতে চাই, রাজনীতি, দল, সরকার বা ক্ষমতা কোনো কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়। ক্ষমতা প্রদর্শন নয় বরং দায়িত্ববোধের পরিচয় দিয়ে ছাত্রদের সব দাবি নিঃশর্তভাবে মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন এবং সব হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করুন।