সোনালী ডেস্ক 🖊
সিলেটে আহত শিশুটি বেচে আছে দয়া করে ফেইচ বুক ইউটিউব এ গুজব ছড়াবেন না সঠিক খবর প্রচার করুন ।
গুলিবিদ্ধ শিশুটি বর্তমানে আশংকামুক্ত আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিছুক্ষণ পর তার শরীর থেকে রাবার বুলেট বের করা হবে বলে জানানো হয়েছে । ছেলেটির বাসা বড়গুল, বয়স ১১ বছর। তার নাম শফিক আলী।
বাবার নাম আমির আলী। ছেলেটির মা ওসমানী মেডিকেল হসপিটালে ভর্তি ডেলিভারি রোগী। সে তার মাকে দেখে ফেরার পথে গুলিবিদ্ধ হয়। তথ্যসুত্র: হসপিটাল কতৃপক্ষ।